ছোটদের বড়দিনে দেদার হুল্লোর পাটুলিতে, কেক – চকোলেট উপহার ২৫০০০ শিশুকে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা সেলফি তোলা, খাওয়া দাওয়া, খোলা আকাশের নিচে প্রাণ খোলা নিঃশ্বাস নেওয়ার এক ঠিকানা হল পাটুলি। নব রূপে সেজে ওঠার পর থেকেই পর্যটনস্থল হিসেবে বহুল জনপ্রিয়তা অর্জন করেছে। যিনি এই নবরূপের কারিগর তিনি হলেন কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত। ঝিলে ভাসমান বাজার এক সময় অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল, আর বড়দিনে ঝিলপাড়া সেজে উঠলো রঙিন আলোয়। ছোটদের বড়দিনে আয়োজন করা হয়েছিল দেদার হুল্লোড়ের। সঙ্গে ছিল কেক মুখের ব্যবস্থাও। রাজনীতি দুনিয়ার ব্যক্তিত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন একঝাঁক তারকা।

বড়দিনে ২৫ হাজার শিশু সহ উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয় কেক, টফি, চকোলেট। সেই সঙ্গে শুরু হয় তৃতীয় বর্ষের পাটুলি উৎসব। চলবে তিন দিন ক্রিসমাস ট্রি থেকে নানা রং বেরং এর আলোয় সেজে উঠেছে ঝিলপাড়া। সেই সঙ্গে ছিল রঙিন কাগজের কারুকার্য । ছোটদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য-বাবুল সুপ্রিয়, তারকা সাংসদ সায়নী ঘোষ, সাংসদ ঋতব্রত বন্দোপাধ্যায়, মালা রায়, তারকা বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, গায়ক নচিকেতা চক্রবর্তী, অভিনেতা আবীর চট্টোপাধ্যায়, মনামী ঘোষ, দর্শনা বণিক, সৌরসেনী মৈত্র। তিনদিনের পাটুলি উৎসবেও থাকছে নানা অনুষ্ঠান, নানান চমক।

error: Content is protected !!