জঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে সওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলে বিরোধী দলনেতার বিস্ফোরক দাবি, বুধে তার জবাব দিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। একাধিক জঙ্গি গ্রেফতার ও তাদের বাংলা-যোগ নিয়ে তরজা তুঙ্গে শুভেন্দু অধিকারী ও সওকত মোল্লার। জঙ্গিকে আশ্রয় দেওয়ার অপরাধে সওকত মোল্লাকেও একদিন কাশ্মীর পুলিশ হয়তো তুলে নিয়ে যাবে, মন্তব্য শুভেন্দুর। জঙ্গিদের সঙ্গে যদি যোগাযোগ থাকে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের মতো নেতাদেরই আছে, পাল্টা জবাব সওকতের।