২ দিনে ২ কোটি! বক্স অফিসে ‘খাদান’ঝড়, সোশ্যাল মিডিয়ায় মুহূর্ত ভাগ দেবের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘খাদান’ মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে। একই সঙ্গে মুক্তি পাওয়া বাকি তিনটি ছবিকে বড় ব্যবধানে পেছনে ফেলে দিয়েছেন দেব। মাস এন্টারটেনার এই ছবিটি বাংলার দর্শকদের আবারও উচ্ছ্বাসে ভরিয়ে দিয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে ছবির বক্স অফিস কালেকশন যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মানুষের ভালোবাসাও। গতকাল অর্থাৎ শনিবার দেব লাইভে এসে শেয়ার করেছেন এই সাফল্যে তিনি এবং পুরো টিম কতটা গর্বিত।প্রথম দিনেই প্রায় ১ কোটির কাছাকাছি আয় করেছে। দ্বিতীয় দিনে সেই সংখ্যাও ছাড়িয়ে গিয়েছে। বড় দিনের আগেই বক্স অফিসে খাদান ঝড়ের কবলে বাকি সিনেমাগুলি। মাত্র দুই দিনেই ছবিটি ২ কোটির বেশি আয় করেছে। নতুন বছরে যে নতুন মাইলস্টোন তৈরি করবে এই সিনেমা তা বলার অপেক্ষা রাখে না।

খাদানের ব্যাপক সাফল্যে দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ভালোবাসা আর কৃতজ্ঞতা জানানোর মতো কোনও শব্দ আমার কাছে নেই। চাঁদের পাহাড় আর অ্যামাজন অভিযানের পর এবার খাদানও আপনাদের ভালবাসা পেয়েছে। প্রথম দিনের চেয়ে দ্বিতীয় দিন বড়, আর তৃতীয় দিন তার থেকেও বড়। প্রতিদিন নতুন রেকর্ড হচ্ছে। আমি খুশি, কারণ আমার দর্শক খুশি। খাদানের মাধ্যমে বাংলা সিনেমা আবার ঘুরে দাঁড়িয়েছে।’

error: Content is protected !!