শিল্পী মহলে শোকের ছায়া, প্রয়াত নিখিল রায়

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ৭৪ বছর বয়সেই নিভলো জীবন প্রদীপ। প্রয়াত যাত্রা শিল্পী, আবৃত্তিকার, গায়ক নিখিল রায়। সোমবার সন্ধ্যায় টালিগঞ্জের আঞ্জুমান আরা বেগম রো -তে নিজ বাসভবনেই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর সার্দান অ্যাভিনিউয়ের একটি নার্সিংহোমে ভর্তি করা হলেও হল না শেষ রক্ষা। তারা প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। মঙ্গলবার রাতে কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল শেষ কৃত্যের অনুষ্ঠান।

নিখিল রায়ের জন্ম উত্তরবঙ্গে। কোচবিহারের তুফানগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের প্রতি তার টান সেই ছোটবেলা থেকেই। পরবর্তীতে কলকাতায় এসে চিৎপুরে যাত্রা দলের ম্যানেজার হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বেশ কিছু পালায় অভিনয় করেছেন তিনি। কল্যাণী অধিকারীর সঙ্গে পরিচয় হলে তিনি আশ্রয় পান তার কাছে। সঙ্গে চলে নিজেকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করার প্রয়াস।

নিখিলবাবু ছিলেন বামপন্থায় বিশ্বাসী। দীর্ঘ ৪৫ বছরের কর্মজীবনে ৩২ টি পালায় অভিনয় করেছেন তিনি। ভিন্ন ধরনের চরিত্রে নামীদামী যাত্রা দলের সঙ্গেও কাজ করেছেন তিনি। তার অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। তবে শুধু যাত্রাপালায় পাঠ করা নয়, তিনি ছিলেন একজন নাট্যকার ও পরিচালক। একই সঙ্গে ছিলেন একজন সু গায়ক। তার অভিনীত পালাগুলির মধ্যে উল্লেখযোগ্য হল – লাল বাংলার লাল বাহিনী, পদ্মের বাসায় কেউটে, বাসরঘরে বাঘিনী, দুর্গা ধরেছে ত্রিশূল, স্বপ্নে দেখা রাজকন্যা।

error: Content is protected !!