শৈত্যপ্রবাহে কাবু দিল্লি, বাড়ছে দূষণ! রাজধানীতে ফের ফিরল বিধিনিষেধ, স্কুল হবে ‘হাইব্রিড’ মডেলে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত কয়েক দিনে দিল্লির তাপমাত্রার পারদ নিম্নগামী। শৈত্যপ্রবাহে কাবু রাজধানী এবং তার সংলগ্ন এলাকা। এই পরিস্থিতিতে আবার উদ্বেগ বৃদ্ধি করল দিল্লির দূষণ। রাজধানীর বাতাসের গুণগত মানের অত্যন্ত অবনতি হওয়ায় আবার কড়াকড়ি জারি হচ্ছে। দূষণ মোকাবিলায় মঙ্গলবার থেকেই দিল্লিতে কার্যকর হতে চলেছে তৃতীয় স্তরের সতর্কতা (গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যান ৩ বা জিআরএপি ৩)। নিয়ন্ত্রক পর্ষদ (কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট) কয়েক দফা নির্দেশিকা জারি করেছে। সেই সঙ্গে দিল্লি এবং এনসিআরের স্কুলগুলিতে অন্তত পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘হাইব্রি়ড মডেলে’ পঠনপাঠন করানোর পরামর্শ দেওয়া হয়েছে।

সোমবার ভোরে ৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছিল দিল্লির তাপমাত্রা। রবিবার ভোরে দিল্লির এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল ২৪৬। সোমবার একই সময়ে বাতাসের গুণমান ৩৩৪-এ এসে ঠেকেছে, যা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে! দুপুরের দিকে গুণমান আরও খারাপ হয়েছে। দুপুর ২টোয় বাতাসের গুণমান ৩৬৭-তে পৌঁছেছে। এ হেন পরিস্থিতিতে ফের দিল্লিতে কড়াকড়ি চালু করার কথা বলল নিয়ন্ত্রক পর্ষদ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দিল্লি, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজ়িয়াবাদ এবং গৌতম বুদ্ধ নগরের স্কুল এবং কলেজগুলির উচিত অবিলম্বে জিআরএপি ৩ সতর্কতা মেনে চলা। পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘হাইব্রিড মডেলে’ ক্লাস করানোর নির্দেশিকা জারি করা হয়েছে। অর্থাৎ স্কুলগুলিতে অফলাইনের পাশাপাশি অনলাইন ক্লাসের ব্যবস্থা চালু করতে হবে। অভিভাবকেরা স্থির করবেন, তাঁরা তাঁদের বাচ্চাদের স্কুলে পাঠাবেন, না কি অনলাইনে ক্লাস করাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *