📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২০ দিন ধরে জেলবন্দি সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর হয়ে কোনও আইনজীবীকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্টের আইনজীবী আদালতের দ্বারস্থ হলেও, আজব যুক্তিতে খারিজ হচ্ছে আবেদন। পাশাপাশি ইসকনের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধেও চলছে লাগাতার বিষোদগার। এবার ইসকনের বিরুদ্ধে লড়াইয়ের হুঙ্কার দিলেন বাংলাদেশের এক আইনজীবী। উদ্দেশ্যমূলক প্রচার চলছে, ইসকনকে ভিলেন বানানোর চেষ্টা চলছে, দাবি রাধারমণ দাসের। ১৫০-র বেশি দেশে কাজ করছে ইসকন, বিশ্বজুড়ে ছড়িয়ে আছে তাদের ৮৫০-র বেশি শাখা। কোনও দেশ থেকে ইসকনের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কাজকর্ম চালানোর কোনও অভিযোগ নেই। তাও বাংলাদেশে ইসকনকে লাগাতার টার্গেট করা হচ্ছে। ইসকনকে দুশমন সংগঠন বলছেন আইনজীবী আশরাফুর জামান। ইউনূস সরকারের অন্যতম মুখ হাসনাত আবদুল্লা বলছেন ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে নিষিদ্ধ করতে হবে। কী প্রমাণ থেকে ইসকনের বিরুদ্ধে আক্রমণ শানানো হচ্ছে বাংলাদেশে? কেন ইসকনকে শত্রু হিসেবে মনে করছে বাংলাদেশের ইউনূস সরকার?