📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: লোকসভা ভোটের আবহে এবার ব্যারাকপুরের সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের জন্য প্রচারে অভিনেত্রী শ্রীলেখা মিত্র । এই কেন্দ্র দীর্ঘ ২০ বছর আগে বামেদের দুর্গ ছিল। তড়িৎ বরণ তোপদারের একছত্র রাজত্ব শেষ হয়েছিল তৃণমূলের দীনেশ ত্রিবেদীর হাত ধরে। তারপর ব্যারাকপুরে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন অর্জুন সিং। এবার সেই, ভাইটাল কেন্দ্রেই লাল নিশান ওড়াতে বদ্ধ পরিকর অভিনেতা দেবদূত ঘোষ। আদা জল খেয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এবার তাঁর প্রচারেই অংশ নিলেন শ্রীলেখা মিত্র।
বামেদের তারকা প্রচার, হুডখোলা গাড়িতে দেবদূতের জন্য ভোট চাইলেন শ্রীলেখা
