শীত পড়লেও সাঁতরাগাছি ঝিলে দেখা নেই পরিযায়ী পাখির


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফি বছর শীতে পরিযায়ী পাখির কলতানে ভরে ওঠে সাঁতরাগাছি স্টেশন লাগোয়া সাঁতরাগাছি ঝিল। হাজার হাজার পরিযায়ী পাখি কয়েক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জড়ো হয় সাঁতরাগাছি ঝিলে। রাজ্য সরকারের বনদপ্তর এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে ঝিলের মাঝখানে কচুরিপানা দিয়ে ছোট ছোট তৈরি দ্বীপে পাখিরা বসত গড়ত। নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে হাজার হাজার পরিযায়ী পাখি হিমালয়ের পাদদেশ, মানস সরোবর এমন কি সাইবেরিয়া থেকেও পাখিরা এখানে খাবারের সন্ধানে চলে আসত। ৩৩ বিঘা এই ঝিলে দেখা যেত লেসার হুইসলিং ডাক, কমন টিল, গাডওয়াল, নর্দান পিনটেল, গার্গেনি,  ফেরুজেনাস পোচারড, পিগমি গুজ, নাকটা সহ বিভিন্ন পরিযায়ী পাখিরা। এর পাশাপাশি পানকৌড়ি, মাছরাঙা, জলপিপি, নানা ধরনের বক সহ  বিভিন্ন প্রজাতির পাখি ভিড় করত। কিন্তু এবছর সময়ে ঝিলিক পরিষ্কার না হওয়ায় গোটা ঝিল কচুরিপানায় ভরে গেছে। পাখিদের বসার জন্য দ্বীপ তৈরি না হওয়ায় পাখিরা এসেও অন্য জায়গায় উড়ে চলে যাচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds