📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতার রোটারি সদনে অনুষ্ঠিত হল ‘দ্য লিজেণ্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। এবছর দশম বর্ষ। একদিকে যেমন চিত্র তারকাদের সম্মানিত করা হয়, অন্যদিকে দ্য লিজেণ্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয় রাজনৈতিক ব্যক্তিত্বদের হাতেও। তারকাখচিত সান্ধ্যানুষ্ঠানের কেন্দ্র বিন্দুতে যেমন ছিলেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অরিন্দম গাঙ্গুলি, খেয়ালি দস্তিদার, কৌশিক ব্যানার্জি, কুশল চক্রবর্তী, দোলন রায়, দেবরাজ চক্রবর্তী, রাজীব বোস, পাপিয়া অধিকারীর মতো অভিনেতা – অভিনেত্রীরা, পাশাপাশি একই মঞ্চে সম্মানিত করা হয় বিধায়ক নওশাদ সিদ্দিকী থেকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, বিধায়ক বুধরাই টুডু, ভারত সরকারের হজ কমিটির ভাইস চেয়ারপার্সন মাফুজা খাতুনকে। আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বৈশাখী ব্যানার্জি, বৈশালী ডালমিয়া, রোহন মিত্র। সাংবাদিক ষন্ময় বন্দ্যোপাধ্যায়, বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথকেও করা হয় সম্মানিত। প্রায় সব জেলা থেকেই এসেছিলেন এআইচআর প্রতিনিধিরা।
রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত বহু সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানে। অ্যাসিড আক্রান্ত মহিলারাও ছিলেন আমন্ত্রিত। সর্বোপরি সমাজের সকল মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হল দ্য লিজেণ্ড অফ বেঙ্গল অ্যাওয়ার্ড ২০২৪ ।