📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি! এমনই টোপ দিয়ে কৃষকের জমি নিজের নামে লিখিয়ে নেওয়ার অভিযোগ। অভিযোগ উঠল খানাকুলের তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। অভিযোগ, মাস তিনেক আগে এক ভাগচাষির জমি নিজের নামে লিখিয়ে নেন শাসক নেতা। প্রতারিত হয়েছেন বুঝে খানাকুল থানা ও হুগলি গ্রামীণের পুলিশ সুপারের কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন ওই কৃষক অভিযুক্ত তৃণমূল নেতার দাবি, জমি কিনেছিলেন টাকার বিনিময়ে, টাকা নেওয়ার ভিডিও রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পের জন্যই জমি কিনেছিলেন বলে দাবি অভিযুক্ত শাসক-নেতা অস্বস্তিতে পড়ে তদন্তের আশ্বাস দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রকল্পে জমি দিলেই মিলবে চাকরি !

