📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলাদেশে ফের বিচারের নামে প্রহসন! ওকালতনামা নিয়ে গেলেও নতুন অজুহাতে রবীন্দ্র ঘোষের আবেদন শুনল না চট্টগ্রাম আদালত। নতুন যুক্তিতে খারিজ চিন্ময়কৃষ্ণ দাসের (Chinmoy Krishna Das) জামিন মামলার দিন এগিয়ে আনার শুনানির আবেদন। স্থানীয় আইনজীবী সন্ন্যাসীর হয়ে না দাঁড়ানোয় খারিজ সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষের আবেদন। ২ জানুয়ারিই হবে সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিনের শুনানি।