📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাড় হিম ঠান্ডার পূর্বাভাস ছিলই। সেই মতো ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই দিল্লির তাপমাত্রা নামল ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। রীতিমতো হাড়কাঁপানো ঠান্ডা রাজধানীতে। শুক্রবার পর্যন্ত দিল্লিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে মৌসম ভবন। ৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে নামতে পারে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা, জারি করা হয়েছে সেই সতর্কতাও। ১৯৮৭ সালে ৬ ডিসেম্বর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৪.১ ডিগ্রি সেলসিয়াসে। এরপর থেকে ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে চলতি বছরের মতো পারদ পতন হয়নি। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশের জন্য দিল্লির তাপমাত্রা কমছে হুহু করে, জানাচ্ছেন আবহবিদরা।
২০২৩ সালের ১৫ ডিসেম্বর দিল্লির তাপমাত্রা নেমেছিল ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে। ২০২২ সালে ২৬ ডিসেম্বর সর্বনিম্ন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৫ ডিগ্রি সেলসিয়াসে। ২০২১ সালে ২০ ডিসেম্বর তাপমাত্রা নামে ৩.২ ডিগ্রিতে। ১৯৩০ সালে ২৭ ডিসেম্বর দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল শূন্য ডিগ্রি সেলসিয়াসে, যা সর্বকালীন রেকর্ড। উল্লেখ্য, তাপমাত্রা কমলেও দিল্লির বাতাসের গুণমান সামান্য ভালো হয়েছে।