📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীতের ঝোড়ো ব্যাটিং শুরু। প্রথম স্পেলেই হাড় কাঁপানো ঠান্ডা। কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে। শুধু ১৩ ডিগ্রির ঘরেই নয়, গত ৭২ ঘণ্টায় প্রায় ৫ ডিগ্রির বেশি পারদ নেমেছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে। আগামী দু’ এক দিনে তাপমাত্রা আরও নামবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পিছিয়ে নেই গাঙ্গেয় বঙ্গও। ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে তাপমাত্রা। এখনও অবধি আজই এই মরসুমের শীতলতম দিন।নেমেছে। বুধবার দিনের তাপমাত্রাও ২৫.৪ থেকে নেমে ২৩.২ ডিগ্রিতে পৌঁছয়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৬ শতাংশ।
প্রথম ইনিংসেই চাগিয়ে খেলছে শীত। পশ্চিমাঞ্চলের জেলাগুলি রীতিমতো ঠকঠকিয়ে কাঁপছে। উত্তর পশ্চিম ভারতে শৈত্য প্রবাহ চলছে। এ রাজ্যে শুধু ঠান্ডাই নয়, সঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তাও রয়েছে। ঘন কুয়াশার দাপট থাকবে মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূমে।
দৃশ্যমানতা ২০০ মিটারের মধ্যে থাকতে পারে। অন্যদিকে নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও দু’ এক জায়গায় মাঝারি কুয়াশা থাকতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ঘন কুয়াশার পূর্বাভাস রয়েছে। ফলে সড়কপথ ও আকাশপথে যাতায়াত ব্যাহত হতে পারে। দৃশ্যমানতা নেমে আসতে পারে ৫০ মিটারে।