📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ঢাকা থেকে যাচ্ছিলেন নিউ ইয়র্ক। এমন সময় বিমান থেকে নামিয়ে আটক করা হয় চঞ্চল চৌধুরীকে। আপাতত তিনি গৃহবন্দি অবস্থায় আছেন, এমনটাই রিপোর্টে জানানো হয়েছে।জানা গিয়েছে, ঘটনাটি আজকের নয়। প্রায় সতেরো দিন আগে নিউ ইয়র্ক যাচ্ছিলেন চঞ্চল চৌধুরী। কথা ছিল তিনি ঢাকা থেকে দুবাই হয়ে নিউ ইয়র্ক যাবেন। পরিকল্পনামাফিক তিনি বিমানে উঠেও পড়েন। তবে সেই বিমান ছাড়ার আগেই কিছু বিএনপি নেতা এবং বাংলাদেশি সেনা সেই বিমানে উঠে অভিনেতার যাচ্ছে যান এবং তাঁর থেকে জানতে চান তিনিও কি দেশ ছেড়ে পালাচ্ছেন? জবাবে যদিও চঞ্চল জানান যে তিনি কাজের জন্যই নিউ ইয়র্ক যাচ্ছেন। কিন্তু সেই কথা তাঁরা বিশ্বাস করেছেন কিনা সেটা স্পষ্ট না হলেও, বিমান থেকে নামানো হয় চঞ্চল চৌধুরীকে। আপাতত তাঁকে গৃহবন্দি করে রাখা হয়েছে বলেই জানা গিয়েছে।