📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবারও কলকাতা মেট্রোয় আত্মহত্যার ঘটনা ঘটল! যার জেরে ব্যাহত হল পরিষেবা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বুধবার বিকেল সোয়া চারটে থেকে সাড়ে চারটের মধ্যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আত্মহত্যার ঘটনাটি ঘটে।
এর জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হয়। শেষ পাওয়া খবর অনুসারে, এই ঘটনার পর একদিকে, দক্ষিণেশ্বর থেকে সেন্ট্রাল পর্যন্ত মেট্রো চলাচল করানো হচ্ছে। অন্যদিকে, কবি সুভাষ থেকে ময়দান পর্যন্ত মেট্রো চলাচল করছে। অর্থাৎ – আপাত চাঁদনি চক থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছে।