📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের তৃণমূলে ফিরলেন প্রবীর ঘোষাল! সোমবার বিধানসভায় তাঁকে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে। দলীয় সূত্রে খবর, এখন থেকে নিয়মিত তাঁকে পার্টির কর্মসূচিতে দেখা যাবে। ২০১৬-র ভোটে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রবীণ সাংবাদিক প্রবীরকে প্রার্থী করেছিল তৃণমূল। জিতে বিধায়কও হয়েছিলেন। ২০২১-র ভোটের আগে বিজেপিতে যোগ দেন প্রবীর। উত্তরপাড়া কেন্দ্রে তৃণমূলের কাঞ্চন মল্লিকের কাছে পরাজিত হন।