বৈঠকে চলছে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে

অনুব্রত সাহা মিঠুন , Todays Story: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন (এফওসি) শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার সকাল ১১টায় এই বৈঠক শুরু হয়।

এফওসিতে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন। আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি।এ বৈঠকে অংশ নিতে বিক্রম মিশ্রি সকালে ভারতীয় বিমানবাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন। এই এফওসিতে বেশ কয়েকটি বিষয় আলোচনায় থাকছে।