উত্তরপূর্বের উন্নতিতে জোর মোদীর


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার কংগ্রেস পরিচালিত ইউপিএ সরকারকে একহাত নিয়েছেন। তাঁর অভিযোগ ইউপিএ জমানায় উত্তরপূর্বকে অবহেলা করা হত। তিনি বলেন, বিজেপির নেতৃত্ব এনডিএ দিল কি দূরী, দিল্লি সে দূরী এই বিষয়টি কমিয়ে ফেলা হয়েছে।অষ্টলক্ষ্মী মহোৎসবে শুক্রবার তিনি দিল্লিতে বলেন, পূর্বাঞ্চলের জন্য়ই ভবিষ্যৎ। ২১ শতক সেঞ্চুরি অফ দ্য ইস্ট বলে মনে করা হচ্ছে। মোদী বলেন, এক দশকে কেন্দ্রীয় মন্ত্রীরা উত্তরপূর্বে অন্তত ৭০০ বার গিয়েছেন। আবেগ, অর্থনীতির নানা বিষয় নিয়ে তাঁরা সেখানে গিয়েছেন। তিনি বলেন, উত্তরপূর্বের উপর বাড়তি নজর দেওয়ার জন্য় অটলবিহারী বাজপেয়ীর আমলে একটা আলাদা মন্ত্রক খোলা হয়েছিল। উত্তরপূর্বের উন্নয়নের জন্য এটা করা হয়েছিল। তিনি বলেন, আগের সরকার ওখানে বেশি আসন পেত না, বেশি ভোট পেত না। সেকারণে সেই উত্তরপূর্বকে অবহেলিত করে রাখা হত। তিনি বলেন, একাধিক ঐতিহাসিক চুক্তি হয়েছে ওখানে। উত্তরপূর্বে হিংসা অনেকটাই কমেছে। একাধিক জায়গা থেকে আফস্পাকে প্রত্যাহার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *