📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের ট্রেন বাতিলের চাপ, আবার ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের। শনিবার ও রবিবার ফের ট্রেন বাতিলের ঘোষণা করল শিয়ালদহ ডিভিশন। কালীনারায়ণপুরে ইয়ার্ড রিমডেলিং সম্পর্কিত কাজে ১.৮৬ মিটার চওড়া ফুট ওভার ব্রিজ ভাঙার জন্য শনিবার ও রবিবার বেশ কিছু ট্রেন বাতিল হবে।পূর্ব রেলওয়ের অন্তর্গত শিয়ালদহ রেল বিভাগের মধ্যে শিয়ালদহ ও কৃষ্ণনগরের মধ্যে কালীনারায়ণপুর জংশন রেল স্টেশন রয়েছে। ওভার ব্রিজ ভাঙার জন্য ৭ ডিসেম্বর, শনিবার রাত ১১টা থেকে ৮ ডিসেম্বর রবিবার ভোর ৬টা পর্যন্ত কালীনারায়ণপুর স্টেশন ইয়ার্ডে আপ মেন লাইনে ৭ ঘণ্টার পাওয়ার ও ট্র্যাফিক ব্লকের প্রয়োজন হবে। এর ফলে ওই শনিবার ও রবিবার মধ্যবর্তী রাতের সময় ট্রেন চলাচলে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
৭ ডিসেম্বর, শনিবার বাতিল কোন কোন ট্রেন?
১. শিয়ালদহ-শান্তিপুর একটি করে আপ ও ডাউন
২. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন একটি করে আপ ও ডাউন
৩. শিয়ালদহ-লালগোলা একটি করে আপ ও ডাউন
৮ ডিসেম্বর, রবিবার বাতিল কোন কোন ট্রেন?
১. রানাঘাট-কৃষ্ণনগর সিটি জংশন- ২টি আপ ও একটি ডাউন
২. শিয়ালদহ-কৃষ্ণনগর সিটি জংশন- একটি আপ ও ২টি ডাউন
৩. রানাঘাট-শান্তিপুর- একটি আপ ও একটি ডাউন
৪. রানাঘাট-লালগোলা- একটি আপ ও একটি ডাউন
৫. শিয়ালদহ-শান্তিপুর- একটি আপ ও একটি ডাউন
৮ ডিসেম্বর, রবিবার, শিয়ালদহ-লালগোলা স্পেশাল ভোর পৌনে চারটের বদলে ভোর সওয়া চারটেয় ছাড়বে। রানাঘাট পর্যন্ত নিয়ন্ত্রিত হবে এবং কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত সব স্টেশনে থামবে।
এছাড়াও, ৭ ডিসেম্বর, ৩১৫৪১ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল শান্তিপুরের বদলে রানাঘাটে যাত্রা শেষ করবে। ৮ ডিসেম্বর, ৩১৫১২ ডাউন শিয়ালদহ-শান্তিপুর লোকাল শান্তিপুরের বদলে রানাঘাট থেকে যাত্রা শুরু করবে।