বাংলাদেশের জাতীয় ঐক্য নিয়ে দফায় দফায় বৈঠকে ইউনুসের!


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এবার বাংলাদেশে জাতীয় ঐক্য নিয়ে আলাদা আলাদা বৈঠকে বসছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারি ও বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা ঘিরে ইতিমধ্যেই সরব হয়েছে দিল্লি। দিল্লি কূটনৈতিক চালে বার্তা দিয়ে রেখেছে, যে, আশা করা হচ্ছে বাংলাদেশে চিন্ময়কৃষ্ণ যেন সমস্ত রকমের আইনি সহায়তা পান। বাংলাদেশ নিয়ে মুখ খোলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠা পরিস্থিতির মাঝে এবার বাংলাদেশের ঐক্য নিয়ে দফায় দফায় বৈঠকে বসছেন সেদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।বাংলাদেশের প্রথম সারির সংবাদপত্র,’প্রথম আলো’র খবর অনুযায়ী, ছাত্রনেতা, রাজনৈতিক দলীয় নেতা, ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসার কর্মসূচি রয়েছে ইউনুসের। মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রনেতাদের বৈঠক স্থির হয়। এরপর বুধবার বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠকে বসবেন তিনি। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তিনি। ইউনুসের এই পর পর বৈঠক নিয়ে ঢাকায় মুখ খোলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক মঙ্গলবার সন্ধ্যা ৬ টা থেকে সাড়ে সাতটা হওয়ার কথা। এই বৈঠক (প্রতিবেদন লেখার সময়) চলছে ঢাকার যমুনা ভবনে। আগামিকাল বিকেল ৪ টেয়ে ফরেন সার্ভিস অ্যাকাডেমি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় নেতাদের সঙ্গে ইউনুসের বৈঠক বৃহস্পতিবার হওয়ার কথা। তবে সময় কখন তা জানা যায়নি।এদিকে, চিন্ময়কৃষ্ণ ইস্যুতে সদ্য আগরতলায় তুমুল বিক্ষোভে নামে হিন্দু সংঘর্ষ সমিতি। বিক্ষুব্ধরা ঢুকে পড়ে আগরতলায় বাংলাদেশের কূটনৈতিক ভবনে। তারপর তীব্র নিন্দায় মুখর হয় ঢাকা। ঘটনার নিন্দা করে এই কূটনৈতিক ভবনে বাড়তি নিরাপত্তার আয়োজন করে ভারতও। বাংলাদেশ দাবি করছে, এই বিক্ষোভ করে আগরতলার সহকারী হাইকমিশনের চত্বরে ঢুকে পড়ার ঘটনা পূর্বপরিকল্পিত। এদিন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মাকেও তলব করে ঢাকা। এদিকে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের জেরে আগরতলায় বাংলাদেশের ওই কূটনৈতিক ভবনে ভিসা ও কনসুলারের কাজ বন্ধ রাখা হয়েছে আপাতত। এই বার্তা বাংলাদেশের ওই ভবন থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *