চিন্ময় প্রভুর হয়ে ওকালতি করার সাহস দেখালেই মারা হবে? হুঁশিয়ারি


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: চিন্ময় প্রভুর হয়ে কোনও আইনজীবী দাঁড়ানোর সাহস দেখালে তাঁকে আদালতেই পেটানো হবে। এমনই ভাষায় চট্টগ্রামের আইনজীবীরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠল। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি ভিডিয়োয় (পৃথকভাবে সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এক আইনজীবীকে বলতে শোনা গিয়েছে, ‘ইসকনের…এই জঙ্গি সংগঠনের নেতা এই চিন্ময় দাসকে যতদিন পর্যন্ত আরিফ হত্যা মামলায় (আইনজীবী সাইফুল ইসলাম হত্যার মামলা) আসামি করা হবে না, আইনজীবীদের আন্দোলন ততদিন পর্যন্ত চলবে। আমরা স্পষ্ট করে বলতে চাই, এই চট্টগ্রাম আদালত পাড়ায় যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের তোষণের পক্ষে ওকালতি করতে চায়, অথবা ওকালতনামা দাখিল করে, সঙ্গে-সঙ্গে এই কোর্ট বিল্ডিংয়ে তাকে গণপিটুনি দেওয়া হবে।’যেদিন সেই হুমকির ভিডিয়ো ভাইরাল হয়েছে, সেদিনই চট্টগ্রাম মহানগর দায়রা জজ মহম্মদ সাইফুল ইসলামের আদালতে হিন্দু সন্ন্যাসী তথা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাসের জামিন মামলার শুনানি ছিল। কিন্তু হিন্দু সন্ন্যাসীর হয়ে কোনও আইনজীবী সওয়াল করেননি। তার জেরে আগামী ২ জানুয়ারি ফের চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি হবে।আর কেন কোনও আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেননি, তা ওই হুমকি-ভিডিয়ো থেকেই স্পষ্ট হয়ে গিয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ওই মহলের বক্তব্য, যে আইনজীবীদের আইনের উপরে সবথেকে বেশি ভরসা থাকা উচিত, তাঁরাই নিজেরা হাতে আইন তুলে নেওয়ার পক্ষে সওয়াল করছেন। আদালতেই আইনজীবীদের পেটানোর হুমকি দিচ্ছেন।এমনিতে আজ চিন্ময় প্রভুর জামিন মামলার শুনানি ঘিরে চট্টগ্রাম আদালত চত্বরে তুমুল উত্তেজনা ছিল। আদালত চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা। তাঁরা দাবি করেন, গত ২৬ নভেম্বর চিন্ময় প্রভুকে আদালতে পেশের মধ্যেই আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় অভিযুক্ত হিসেবে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্রের নাম রাখতে হবে। সেদিন আদালতে চিন্ময় প্রভুকে পেশ করার সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল। তারইমধ্যে সাইফুলকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।যদিও সাইফুলের হত্যার ঘটনায় যে চারটি মামলা দায়ের করা হয়েছে, তার কোনওটাতেই চিন্ময় প্রভুর নাম নেই। পুলিশের তরফে তিনটি মামলা করা হয়েছে। একটি মামলা করেছেন সাইফুলের ভাই। তাতে চিন্ময় প্রভুর নাম অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন আইনজীবীদের একাংশ। যে খুনের ঘটনায় ইতিমধ্যে নয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আদালতে পেশ করা হয়েছিল।

error: Content is protected !!