📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বুধবার দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এবং সোমবারও দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না। অর্থাৎ পুরোপুরি শুষ্ক দক্ষিণবঙ্গের আবহাওয়া।উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে বুধবার এবং বৃহস্পতিবার। শুক্রবার এবং শনিবার দার্জিলিং এবং কালিম্পঙের একটি বা দুটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হবে। বাকি ছ’টি জেলার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার এবং সোমবার আবার উত্তরবঙ্গের কোনও জেলায় বৃষ্টি হবে না।
আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গের কোনও জেলার সর্বনিম্ন তাপমাত্রার হেরফের হবে না। তারপর থেকে পারদ পড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার। পরবর্তী তিনদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সব জেলার সর্বনিম্ন তাপমাত্রা (রাতের তাপমাত্রা) তিন ডিগ্রি থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। অর্থাৎ বেশ কিছুটা শীত-শীত মালুম হবে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে।বুধবার এবং বৃহস্পতিবার সকালের দিকে দার্জিলিং এবং উত্তর দিনাজপুরের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়বে। শুক্রবার আবার চারটি জেলায় কুয়াশা পড়তে পারে। সপ্তাহের শেষ কর্মদিবসের সকালের দিকে দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বুধবার সকালের দিকে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে কুয়াশা পড়তে পারে। বৃহস্পতিবার সকালের দিকে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি অংশে কুয়াশা পড়বে। শুক্রবার সকালের দিকে পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি অংশে কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।
বুধ থেকে কনকনে ঠান্ডা! কতটা নামবে পারদ?
