বছর শেষে বাড়ছে মেট্রো ভাড়া! কোন রুটে কত?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মেট্রো যাত্রীদের জন্য দুঃখের খবর। বাড়ছে ভাড়া। মেট্রো রেল সূত্রে খবর, শেষ মেট্রোয় গুণতে হবে অতিরিক্ত ভাড়া। আগামী ১০ ডিসেম্বর থেকে বর্ধিত ভাড়া দিতে হবে যাত্রীদের। মূলত, সিদ্ধান্ত হয়েছে রাত দশটা বেজে চল্লিশ মিনিট নাগাদ যে শেষ মেট্রো ছাড়ে কবি সুভাষ ও দমদম থেকে সেই মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ যা ভাড়া লাগে তার সঙ্গে অতিরিক্ত ১০ টাকা বেশি দিতে হবে।যেহেতু রাতে অতিরিক্ত মেট্রো চালাতে হয়েছে। তার জন্য অন্যান্য খরচ বাড়ছে। সেই কারণেই দশ টাকা বর্ধিত ভাড়া গুণতে হবে যাত্রীদের।

error: Content is protected !!