📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডিসেম্বরেও বৃষ্টি পিছু ছাড়েনি। হালকা শীতের স্পেল উধাও হয়েছে ঘূর্ণিঝড়ের কারণে। যার প্রভাবে গত সপ্তাহে একাধিক জেলায় হালকা বৃষ্টি হয়েছে। বেড়েছে তাপমাত্রাও। এবার ঘূর্ণিঝড় সরে যেতেই বাংলার আবহাওয়ায় ফের রূপবদল। চলতি সপ্তাহ জুড়ে মনোরম আবহাওয়া থাকলেও, দিন কয়েকের মধ্যেই কনকনে ঠান্ডার আমেজ পাওয়া যাবে জেলায় জেলায়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঘূর্ণিঝড়ের কারণে সব জেলায় একধাক্কায় বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। আগামী পাঁচদিন তাপমাত্রার বিশেষ কোনও হেরফের হবে না। বড়জোর দু’-এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে সব জেলাতেই। সপ্তাহের শেষ থেকে তাপমাত্রার পারদ ক্রমশ কমতে থাকবে। আগামী সপ্তাহে জাঁকিয়ে ঠান্ডার আমেজ পাওয়া যেতে পারে। বিশেষত উত্তরবঙ্গের সব জেলায় এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শীত বেশি অনুভূত হবে।
ঘূর্ণিঝড় সরতেই বাংলায় শীতের ব্যাটিং শুরু! কবে থেকে কনকনে ঠান্ডা? জানাল আবহাওয়া দপ্তর
