ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, বছর শেষে বড় ধাক্কা


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বছরের শেষ মাসেও রেহাই মিলল না! নভেম্বর টপকে ডিসেম্বর পড়তেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ল। রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, কোনও শহরে দাম বেড়েছে ১৬.৫ টাকা। কোনও শহরে আবার ডিসেম্বরে রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে বাড়তি ১৫.৫ টাকা খরচ হবে। আবার কোনও খরচে পকেট থেকে ১৬ টাকা বেশি খসবে। আজ মধ্যরাত থেকেই রান্নার গ্যাস সিলিন্ডার কিনতে সেই দাম পড়বে।নভেম্বরে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৯১১.৫ টাকা পড়ছিল। পয়লা ডিসেম্বর থেকে সেই দাম বেড়ে দাঁড়াল ১,৯২৭ টাকা। অর্থাৎ কলকাতায় ১৫.৫ টাকায় দাম বাড়ল। চেন্নাইয়ে আবার ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১৬ টাকা বেশি লাগবে। এই মাসে চেন্নাইয়ে একটি সিলিন্ডার কিনতে লাগবে ১,৯৮০.৫ টাকা। আগে যে দামটা ১,৯৬৪.৫ টাকা ছিল।আবার দিল্লি এবং মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ১৬.৫ টাকা। আর তার ফলে বছরের শেষ মাসে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে ১,৮১৮.৫ টাকা খরচ পড়বে। যে দামটা ছিল ১,৮০২ টাকা। সেখানে মুম্বইয়ে নভেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১,৭৫৪.৫ টাকা পড়ছিল। এবার সেটা হল ১,৭৭১ টাকা।

error: Content is protected !!