রবিতে ৪ জেলায় বৃষ্টি বাংলায়! কোথায় কোথায় কুয়াশা?


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার সকালের মধ্যে ঘূর্ণিঝড় ফেনজাল দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। যে ঘূর্ণিঝড়ের ফলে প্রবল বৃষ্টিতে ভাসছে চেন্নাই। আর সেই ঘূর্ণিঝড়ের (যা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে) প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি হবে না। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে মূলত।রবিবার দক্ষিণবঙ্গের চারটি জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আরও কয়েকটি জেলায় একদম সকালের দিকে বৃষ্টি হতে পারে। তবে দিনভর কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। কোনও জেলায় বৃষ্টি হবে না। সোমবার থেকেও আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের সব জেলার আবহাওয়া শুষ্ক থাকবে।

error: Content is protected !!