জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা? বিজেপির টার্গেট কেজরি?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শনিবার দিল্লির সাবিত্রী নগর এলাকায় নির্বাচনী প্রচারের সময় এক ব্যক্তি অরবিন্দ কেজরিওয়ালকে লক্ষ্য করে তরল ছুড়ে মারেন। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি।

এই ঘটনায় আম আদমি পার্টি দাবি করেছিল বিজেপি এই ঘটনায় জড়িত। তবে বিজেপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে এটিকে ‘নাটক’ বলে অভিহিত করেছে।

আমি প্রথম দিন থেকেই বলে আসছি যে অরবিন্দ কেজরিওয়াল নিজেকে চড় মারবেন এবং তাঁর দিকে জিনিস ছুঁড়ে মারবেন… জানা গিয়েছে, ওই ব্যক্তি তাঁদের স্থানীয় কর্মী। দিল্লি বিজেপির প্রধান বীরেন্দ্রা সচদেবা বলেন, ‘মদ্যপ অবস্থায় ধরা পড়েছে সে।’এটি একটি রাজনৈতিক নাটক। এটা হতাশা ও হতাশা… এখন কিছুই কাজ করছে না তাই তারা এই ধরনের ক্লিশে পদক্ষেপ নিচ্ছে … যেই ধরা পড়ুক না কেন, তার বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা নিতে হবে। তদন্তে জানা যাবে, তিনি আম আদমি পার্টির কর্মী।

বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসাও একই মতামত প্রতিধ্বনিত করেছেন। নির্বাচন এলেই অরবিন্দ কেজরিওয়ালের নাটক শুরু হয়ে যায়। কখনও তাঁর গালে আঘাত লাগে, আবার কখনও তাঁর গায়ে কালি ছুঁড়ে মারেন, কিন্তু এর জন্য তিনি বিজেপিকে দায়ী করবেন। আজ তিনি বিনা অনুমতিতে মালব্য নগরে ছিলেন যখন এক বাস মার্শাল তাঁর গায়ে জল ছুঁড়ে মারে। অরবিন্দ কেজরিওয়ালের উচিত এসব বন্ধ করা।

তিনি বলেন, ‘অরবিন্দ কেজরিওয়ালের প্রকাশ করা উচিত তিনি এখন কী ধরনের নতুন খেলা খেলছেন। আমরা দিল্লি পুলিশকে অনুরোধ করছি, যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে সত্য প্রকাশিত হয়।সৌরভ ভরদ্বাজের অভিযোগ, হামলাকারী কেজরিওয়ালকে জীবন্ত পুড়িয়ে মারতে চেয়েছিল।

তিনি বলেন, এক ব্যক্তি তাঁর (কেজরিওয়াল) উপর স্পিরিট ছুঁড়ে মেরেছেন। আমরা এর গন্ধ পাচ্ছিলাম। আর তাঁকে (কেজরিওয়াল) জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়েছে। লোকটির এক হাতে স্পিরিট এবং অন্য হাতে দেশলাই বাক্স ছিল। তিনি কেজরিওয়াল এবং আমার উপর যে স্পিরিট পড়েছিল তা ছুঁড়ে দিয়েছিলেন … কিন্তু তিনি আগুন জ্বালাতে পারেননি। আমাদের সতর্ক স্বেচ্ছাসেবক এবং জনসাধারণ তাকে ধরে ফেলেছে।

এদিকে গ্রেটার কৈলাশে পদযাত্রার সময় আম আদমি পার্টির (আপ) প্রধানের গায়ে জল ছুড়ে মারার অভিযোগে এক বাস মার্শালকে আটক করল দিল্লি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This will close in 0 seconds