📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ডায়মন্ডহারবারের আমতলায় ডক্টরস কনভেনশনে বক্তব্য রাখলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। সেখানে সেবাশ্রয় প্রকল্পের সূচনা করেন তিনি। সেই সঙ্গেই আরজি করের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করে কার্যত ফাঁসির দাবিতে সরব হন অভিষেক। সেই সঙ্গেই চিকিৎসকদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর তিনি দেন।
তিনি বলেন, “আমি দশজনের একটা কমিটি করে দেব। আপনাদের কোথাও কোনও অসুবিধা হলে তারা তৎক্ষণাৎ আমায় জানাবে। আমি আপনাদের পাশে থাকব। এরপর তিনি একটি ফোন নম্বর দেন। ৭৮৮৭৭৭৮৮৭৭ -7887778877। এটা একডাকে অভিষেকের হেল্পলাইন নম্বর। দশ জনের একটা প্রায়োরিটি গ্রুপ করে দিয়েছি। যদি এই লাইন ব্যস্ত পেলে আমার কাছে খবর এলে আমি আমার এক্তিয়ার অনুসারে কাজ করব। আমি কথা দিলে কথা রাখি। “
এদিকে জুনিয়র চিকিৎসকরা বার বারই সুরক্ষার দাবি তুলেছিলেন। বার বার মিটিং করেছেন মুখ্য়মন্ত্রী। তবে কি এবার সরকারের সমান্তরাল সুরক্ষা হেল্পলাইন চালু করলেন অভিষেক? কিন্তু স্বাস্থ্য দফতর বা পুলিশ তো রয়েছে। সেই জায়গায় কেন আবার এই হেল্পলাইন?
অভিষেক বলেন, ” রাজ্য সরকার তাদের মতো কাজ করবে, কেন্দ্রীয় সরকার তাদের মতো কাজ করবে, পঞ্চায়েত তাদের মতো কাজ করবে। কিন্তু আমরা কেন বসে থাকব।”
তিনি বলেন, “আমরা বলেছিলাম প্রতি বিধানসভায় ক্লাস্টার করে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেব। মনে হচ্ছিল কীভাবে হবে। আপনারা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়েছে বলে এটা করে দেখিয়েছি। কাজ করতে করতে অনেক মানুষ যুক্ত হবে। সমাজে খারাপ মানুষের থেকে ভালো মানুষের সংখ্যা বেশি। সেবাশ্রয় শেষ হবে তারপর আবার নতুন কিছু আসবে। আমি চ্যালেঞ্জকে ভালোবাসি। চ্যালেঞ্জের মুখোমুখি না হলে জীবনের কী মূল্য। কাজ করে আমাদের দেখাতে হবে। সেবাশ্রয় শেষ হওয়ার পরে ওখানে ক্যাম্প করার চেষ্টা করুন। শুধু চিন্তাভাবনা, অর্থ হলেই হয় না মানুষের সহযোগিতা দরকার। মানুষের শ্রম দরকার। এই অডিটোরিয়ামের নামও সমণ্বয়। ডাক্তার ভাইরা, সিনিয়র ডাক্তারদের অনুরোধ করছি আপনাদের পাশে থাকব। আগে কিছু হলেও দলগতভাবে যা ব্যবস্থা নেওয়ার নিয়েছি।”
অভিষেক বলেন,” অনেকে আবেগপ্রবণ হয়ে কর্মবিরতি করার সময়, প্রতিবাদ এমনভাবে করবেন যদি প্রতিবাদে একটা মানুষের জীবনও যদি যায় তবে যে অপরাধের জন্য এই প্রতিবাদ করছি তার থেকেও বেশি অপরাধ করছি। আমরা জনপ্রতিনিধি হিসাবে বলতে পারি না এখানে পরিষেবা দেব না। আপনারাও শপথ নিয়েছেন। মনে রাখতে হবে জীব সেবাই শিব সেবা। ….কারোর প্রতারণায় পা দেবেন না। জুনিয়রদের ব্যবহার করা হয়েছিল বলেও তাঁর দাবি। তিনি বলেন, অ্যান্টি রেপ বিধানসভায় পাশ করিয়ে দেখিয়েছি। অন্য রাজনৈতিক দল, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে হোক, কোনও রাজ্যেই হয়নি। “