📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীতের মরশুমেই আলুর দাম শুনে ঘাম দিতে পারে মধ্যবিত্তের। কারণ আলু ব্যবসায়ীরা ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছেন। এই ধর্মঘট হলে আলুর সংকট দেখা দেবে। ফলে দাম আবার বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বাজারে এখন কেজি প্রতি আলুর দাম ৩৫ টাকা। সেটা যদি আরও বাড়ে তাহলে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে মধ্যবিত্তদের। আলুর দাম কমাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার আলু ভিন রাজ্যে রফতানি করার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সীমান্তে গিয়ে আলুবোঝাই ট্রাক আটকে যাচ্ছে। এই পদক্ষেপের পাল্টা এবার আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়ে বসলেন।আলু হিমঘর থেকে বের হলেও তা রফতানি করা যাচ্ছে না। তাই সেসব আলু পচে যেতে পারে। এমনকী সীমান্তে পাঠানো আলুবোঝাই ট্রাক পাঠানো হওয়ায় পরিবহণ খরচ লোকসানে যেতে বসেছে। তাই রাজ্য সরকারকে আলু কিনে নিতে প্রস্তাব দিয়েছিলেন আলু ব্যবসায়ীরা। কিন্তু তাতে সাড়া দেননি রাজ্য সরকার। ফলে আবার ধর্মঘটের হঁশিয়ারি দিলেন আলু ব্যবসায়ীরা। ভিন রাজ্যে আলু রফতানি নিয়ে সমস্যা না মিটলে আগামী সোমবার থেকে আবার ধর্মঘট শুরু করবেন বলে জানিয়ে দিলেন আলু ব্যবসায়ীরা। গত অগস্ট মাসেও আলু ব্যবসায়ীরা ধর্মঘট ডেকেছিলেন। তার জেরে আলুর সঙ্কট দেখা দিয়েছিল। দামও বেড়েছিল আকাশছোঁয়া। এবারও যদি আলু ব্যবসায়ীরা ধর্মঘট করেন সেক্ষেত্রে মঙ্গলবার থেকে খুচরো বাজারে আলুর সঙ্কট দেখা দিতে পারে। দাম বাড়বে আলুর।