📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৯ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে। আগামী দু’দিনে দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্কই থাকবে ২৯ নভেম্বর। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই এর মধ্যে। এদিকে আগামী দু’দিনে উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
এরপর আগামী ৩০ নভেম্বর থেকে বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা আছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের বুলেটিনে। তবে তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানানো হয়েছে। এরপর ১ ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। তারপর ২ থেকে ৫ ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে। কোথাও আর কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
কতটা নামবে পারদ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
