📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্যমন্ত্রী বাছাইয়ের সিদ্ধান্ত নরেন্দ্র মোদীর উপরে ছেড়েও নিজের সাফল্যের খতিয়ান পেশ করলেন একনাথ শিন্ডে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কুর্সি নিয়ে টানাপোড়েনের মধ্যেই বুধবার সাংবাদিক বৈঠকে শিন্ডে দাবি করেন, এনডিএ জোট এবং মহায্যুতির নেতা হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবেন, সেটাই তিনি মেনে নেবেন। কোনও পদের প্রতি তাঁর কোনও লোভ নেই। তবে একজন ‘কমন ম্যান’-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত বলে সওয়াল করেন শিন্ডে। মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী জানান, তিনি মনে করেন যে একজন ‘কমন ম্যান’-র মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তিনিও খুব সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। তিনি নিজেকে কমন ম্যান হিসেবেই দেখেন। সাংবাদিক বৈঠক করে শিন্ডে বলেন, ‘আমি সবসময় একজন কর্মী হিসেবে কাজ করেছি। আমি কখনও নিজেকে মুখ্যমন্ত্রী হিসেবে বিবেচনা করিনি। মুখ্যমন্ত্রীর অর্থ হল কমন ম্যান। আমি সেটা মেনেই কাজ করেছি। মানুষের জন্য কাজ করা উচিত আমাদের। আমি মানুষের কষ্ট দেখেছি। আমি দেখেছি যে তাঁরা কীভাবে সংসার চালান।’
শিবসেনার নেতারা মনে করছেন যে বিজেপি বেশি আসনে জিতেছে, কারণ বেশি সংখ্যক বিধানসভা কেন্দ্রে লড়াই করেছে। আর ভোটে জয়ের ক্ষেত্রে একনাথের চালু করা প্রকল্পের গুরুত্বপূর্ণ অবদান আছে। তাই তাঁকেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসানো উচিত।যদিও বুধবার সাংবাদিক বৈঠকে শিন্ডে জানান, কোনও পদের জন্য লোভী নন তিনি। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। তাঁকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বলেছেন। মোদীকে আশ্বস্ত করেছেন যে মহারাষ্ট্রে মহায্যুতি সরকার গঠনের সময় যেন তাঁকে কোনও বাধা হিসেবে বিবেচনা না করা হয়। ‘স্পিডব্রেকার’ হতে চান না তিনি। এনডিএ এবং মহায্যুতির নেতা হিসেবে মোদী যা সিদ্ধান্ত নেবেন, সেটাই মেনে নেবেন বলে দাবি করেছেন মহারাষ্ট্রের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী শিন্ডে।
মুখ্যমন্ত্রীত্বের থেকেও বড় প্রধানমন্ত্রী! বুঝিয়ে দিলেন শিন্ডে
