বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের ঘটনায় কড়া প্রতিক্রিয়া ভারত সরকারের

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: এবার বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী গ্রেপ্তারের ঘটনায় মুখ খুলল ভারত সরকার। ওপার বাংলায় সনাতনী হিন্দুদের উপর লাগাতার আক্রমণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মোদী সরকার। নয়া দিল্লির তরফে আর্জি জানানো হয়েছে যে, সে দেশে যেন হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করা হয়। আর গ্রেপ্তারের পর হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হয় বলেই খবর। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই সেখানে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা প্রকাশ্যে এসেছে। এবার হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে সেদেশে। 
সূত্রের খবর, রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। পুলিস হেফাজতে নেওয়ার আবেদন না জানানোয় সন্ন্যাসীকে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারপতি। 
প্রসঙ্গত, সোমবার হিন্দু সন্ন্যাসীর গ্রেপ্তারে প্রতিবাদে সরব হয়েছিলেন ওপার বাংলার হিন্দুদের একাংশ। এই পরিস্থিতিতে ভারতীয় বিদেশ মন্ত্রক জানিয়েছে, ‘বাংলাদেশ প্রশাসনের কাছে আর্জি জানাচ্ছি, যাতে হিন্দু-সহ সমস্ত সংখ্যালঘুর সুরক্ষা সুনিশ্চিত করা হয়।’ হিন্দুদের মতপ্রকাশের স্বাধীনতার কথাও উল্লেখ করেছে নয়াদিল্লি। 
উল্লেখ্য, হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশের চট্টগ্রাম-সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ শুরু হয়েছে। কড়া প্রতিক্রিয়া দিয়েছে ধর্মীয় সংগঠন ইস্কন। এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আর্জিও জানিয়েছে তারা। অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তির দাবি জানিয়েছে ইস্কন। 
বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলায় সরব হয়েছে বঙ্গ বিজেপি। আজ রাজ্য বিধানসভার সামনে প্রতিবাদ প্রদর্শন করা হবে বলেই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *