সবাই সব বিষয়ে কথা বলবেন না! মুখপাত্র দের দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল নেত্রী

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দায়িত্ব ভাগ করে দিলেন তৃণমূল সুপ্রিমো। কালীঘাটে কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর চন্দ্রিমা ভট্টাচার্য সামনে আনলেন সেই তালিকা। মুখপাত্ররা এবার থেকে আর সব বিষয়ে কথা বলবেন না, থাকবে নির্দিষ্ট ভাগ।
দিল্লির রাজনীতি সংক্রান্ত বিষয়ে কথা বলবেন- অভিষেক বন্দ্যোপাধ্য়ায়, কীর্তি আজাদ, ডেরেক ও ব্রায়েন, সাগরিকা ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার ও সুস্মিতা দেব।

অর্থনীতি বিষয়ক মুখপাত্র– অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য।
শিল্প বিষয়ক মুখপাত্র- শশী, পাঁজা ও পার্থ ভৌমিক।

উত্তরবঙ্গ সম্পর্কে বলবেন- গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক।

ঝাড়গ্রাম সম্পর্কে কথা বলবেন, বীরবাহা হাঁসদা।

চা বাগানের বিষয়ে প্রশ্নের উত্তর দেবেন, মলয় ঘটক।

বিধানসভা সংক্রান্ত কোনও ইস্যুতে জনসমক্ষে কথা বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায়, মলয় ঘটক, মানস ভুঁইঞা, চন্দ্রিমা ভট্টাচার্য, কুণাল ঘোষ, শশী পাঁজা ও সুমন কাঞ্জীলাল।