📝অনুব্রত সাহা মিঠুন, Todays Story: সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণকে।
এ সময় আদালতে চিন্ময় কৃষ্ণের জামিন আবেদন করেন তার আইনজীবীরা। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে গত ৩১ অক্টোবর ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন। এ মামলায় চিম্ময় দাসসহ ১৯ জনকে আসামি করা হয়েছিল।
এদিকে হিন্দু সম্প্রদায় ও সাধারণ মানুষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের প্রতিবাদে গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন।