রাজধানী দিল্লির মতোই ধোঁয়াশার চাদরে ঢাকছে কলকাতার মুখ


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজধানী দিল্লির মতোই ধোঁয়াশার চাদরে ঢাকছে কলকাতার মুখ। শহুরে ঘিঞ্জি এলাকা তো আছেই, কলকাতার অপেক্ষাকৃত সবুজ অঞ্চলেও গত কয়েকদিনে দূষণের মাত্রা বাড়ছে।