📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ঝাড়খণ্ড বিধানসভার ভোটপর্ব নিয়ে জেএমএম নেতা হেমন্ত সোরেন বলেছিলেন,’ এমন ভোট পর্ব আগে দেখিনি, আর পরেও এমন ভোট হবে বলে মনে হয় না।’ আর সেই ভোটপর্বে তিনি জিতে ফিরে এবার হেমন্ত সোরেন ২.০ সরকার গঠন করতে চলেছেন ঝাড়খণ্ডে। এদিন তিনি সরকার গঠনের দাবি জানিয়ে রাজ্যপাল সন্তোষ গাঙ্গওয়ারের সঙ্গে সাক্ষাৎ করেন।জানা গিয়েছে, আগামী ২৮ নভেম্বর ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। সেদিন বৃহস্পতিবার লক্ষ্মীবারে রয়েছে শপথ অনুষ্ঠান। উল্লেখ্য, জেএমএমর নেতৃত্বাধীন জোট ঝাড়খণ্ডের ৮১ টি আসনের মধ্যে ৫৬ টিতে জয়লাভ করে সরকার গঠন করতে চলেছে। এই নিয়ে দ্বিতীয়বার ঝাড়খণ্ডের তখতে বসতে চলেছে হেমন্ত সোরেনের সরকার।