📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের যে প্রান্তেই নির্বাচনের দামামা বাজুক না কেন রাজনৈতিক দলগুলির ভরসার নাম প্রশান্ত কিশোর। ভোটের কৌশল ঠিক করে জয় সুনিশ্চিত করাই যার কাজ। কিন্তু সেই পিকে নিজের দলের ভবিষ্যৎ কিনা ঠিকমতো দেখতে পেলেন না? তার দল সুরাজ পার্টি বিহারের উপনির্বাচনে চারটি আসনে লড়াই করেছিল। ৪ জন প্রার্থী দিয়ে জেতা তো দূর খাতাই খুলতে পারল না পিকের দল। উল্টে বাজেয়াপ্ত হল জামানত।
নির্বাচনের আগে ভোট কৌশলী পিকের দাবি ছিল, সুরজ পার্টি রাজনীতির ময়দানে এন্ট্রি নিলে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডি(ইউ) ২০ টির বেশি আসন নাকি পাবে না। কিন্তু শেষমেষ পিকের নিজের দলের প্রার্থীরাই কিনা কোনো আসনে জিততে পারল না। যিনি অর্থের বিনিময়ে অন্যদলের ভবিষ্যদ্বাণী করেন, ভোটের রণকৌশল নির্ধারিত করে দেন, গোটা দেশ জুড়ে যার ভোট কৌশল, স্ট্র্যাটেজি নিয়ে এত হৈ চৈ সেই পিকে কিনা নিজের দলের ভবিষ্যদ্বাণী করতেই ব্যর্থ হলেন! উঠছে প্রশ্ন, এরপরে রাজ্যগুলির তাবড় তাবড় নেতারা পিকের ওপর কতটা ভরসা করবেন?