📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শীতের মুখেই ফের নিম্নচাপ। আর তাতেই অনেকের কপালে চিন্তার ভাঁজ। শীতের মুখে নিম্নচাপের কারণে বাধা পাবে শিরশিরানি আবহাওয়া? ফের কি গরম?
শনিবার নিম্নচাপটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার কথা ছিল, হাওয়া অফিস বলছে ওই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় তৈরি হতে পারে। পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। তবে এটি এখনও ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা জানা যায়নি।
জানা গেছে নিম্নচাপের অভিমুখ থাকবে শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। ফলে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতিতে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে হাওয়া অফিস জানিয়েছে, বাংলার আবহাওয়ায় এর সরাসরি কোনও প্রভাব পড়বে না। অর্থাৎ শীতের মুখে যে হালকা আমেজ রয়েছে, তা বজায় থাকবে চলতি সপ্তাহে। বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যদিও বাংলদেশে সংলগ্ন বেশকিছু জেলায় মেঘলা আকাশের সম্ভাবনা। সকালের দিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা কুয়াশা, উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। তবে দিনভর আকাশ থাকবে পরিষ্কার।
খাস কলকাতায় রবিবার আকাশ থাকবে পরিষ্কার। সর্বনিম্ন তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির মধ্যেই থাকবে আগামী কয়েকদিন। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ৩০ নভেম্বর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই।
হওয়া অফিস বলছে আগামী কয়েকদিন এই মনোরম আবহাওয়া থাকার পর, নভেম্বরের শেষের দিকে জাঁকিয়ে শীত পড়তে পারে বাংলায়।