বাংলায় রাজ্যপালের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সংঘাতের আবহেই এবার বেনজির সৌজন্য। বাংলায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের ২ বছর পূর্তি, সৌজন্যের পাল্টা সৌজন্য। ফল-মিষ্টির সঙ্গে মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের। পাল্টা বোসকে মিষ্টি পাঠিয়ে সৌজন্য বিনিময় মুখ্যমন্ত্রীর। সাংবিধানিক প্রধান হিসেবে অভিজ্ঞতার কথা উল্লেখ করে বোসের চিঠি। ‘প্রথম বছরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, দ্বিতীয় বছরে কাঁটা’, তৃতীয় বছরে উন্নয়নের প্রশ্নে একসঙ্গে চলার বার্তা দিয়ে চিঠি।