সাতসকালেই মেট্রো বিভ্রাট! দমদম থেকে কবি সুভাষ অবধি ব্যাহত রেল পরিষেবা

📝শুভদীপ রায় চৌধুরী , Todays Story: শনিবারের সকালেই মেট্রো বিভ্রাট। দমদম থেকে কবি সুভাষ অবধি ব্যাহত রেল পরিষেবা। মূলত, সিগন্যাল ব্যবস্থায় গোলযোগের জেরেই লাইনে মেট্রো চলাচল থমকে গিয়েছে। যাত্রীদের শোভাবাজারে নামিয়ে দেওয়া হয়েছে বলেই খবর। তবে কবি সুভাষ থেকে দমদমের দিকে ট্রেন চলছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, এদিন সকালে ৭টা ৫-এ দমদম থেকে ছাড়ে এবং ট্রেনটি শোভাবাজার গিয়ে থেমে যায়। মেট্রোর মধ্যে ও স্টেশনে ঘোষণা করা হয় যে, আপাতত পরিষেবা বন্ধ। তাই ট্রেন ছাড়াতে দেরি হবে। তবে কী কারণে এই বিভ্রাট তা স্পষ্ট করে জানায়নি কর্তৃপক্ষ। তবে প্রাথমিকভাবে খবর, সিগন্যাল ব্যবস্থায় গোলযোগের জেরে ব্যাহত হয় পরিষেবা। গন্ডগোলের জেরে স্বাভাবিকভাবেই বাকি স্টেশনগুলোতেও ট্রেন ঢোকেনি। স্বাভাবিক ভাবে ভিড় বাড়তে থাকে সব স্টেশনেই।
উল্লেখ্য, সাতসকালে গোলযোগ হওয়ায় সমস্যায় পড়েন অফিস যাত্রী থেকে পড়ুয়ারা। অনেকেই নিজেদের গন্তব্যে পৌঁছাতে বিকল্প ব্যবস্থা করতে বাধ্য হন। বাস, ট্যাক্সি, অনেকে আবার ট্রেন করেই শিয়ালদহে চলে যান। প্রায় ঘণ্টাখানেক পরিষেবা বন্ধ থাকে। অবশেষে ৮টার দিকে ফের পরিষেবা শুরু হয়। বর্তমানে দুইদিকেই পরিষেবা স্বাভাবিক রয়েছে। 

error: Content is protected !!