অবৈধ কয়লা খাদান নিয়ে ফের সরব জিতেন্দ্র তিওয়ারি


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শিল্পাঞ্চলে অবৈধ নির্মাণ থেকে শুরু করে বালি ও কয়লা কারবারের যে রমরমা সে কথা কারো অজানা নয়। বহু বার এ নিয়ে সরব হয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কীভাবে প্রশাসনের নাকের ডগায় অবৈধ কয়লা কারবার চলছে রমরমিয়ে সে নিয়ে বহুবার গর্জে উঠতে দেখা গিয়েছে তাকে। এবারে দনিয়া খান পাড়ায় অবস্থিত অবৈধ কয়লা ডিপোর ছবি পোস্ট করে শাসক – প্রশাসনকে চোখে আঙুল দিয়ে আরো একবার তাদের উদাসীনতার প্রমাণ দিলেন জিতেন্দ্র তিওয়ারি। পুলিশ, ECL এর পান্ডবেশ্বর এলাকার জেনারেল ম্যানেজার, পান্ডবেশ্বরের টিএমসি নেতা এবং সিআইএসএফ ছাড়া সকলের কাছে এই অবৈধ কয়লা খাদান দৃশ্যমান বলে সরকার ও প্রশাসনকে নিশানা করলেন আসানসোলের প্রাক্তন মেয়র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *