📝অনুব্রত সাহা মিঠুন, Todays Story: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানিকৃত কম শুল্কের আরও এক ট্রাক ডিমের চালান খালাস দিয়েছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাত আটটার দিকে ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিমের চালানটি খালাস নিয়েছে আমদানিকারক প্রতিষ্ঠান।
আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত ৫ শতাংশ শুল্কের সুবিধা পাবেন আমদানিকারকরা। এই শুল্কে শুল্কায়ন করা প্রতিটি ডিম পাইকারি বাজারে ৯ টাকায় বিক্রি হওয়ার কথা রয়েছে।
এদিকে, ডিম আমদানি বাড়ার ফলে বাজারে ডিমের দাম কিছুটা কম লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ৪৪ থেকে ৪৬ টাকা দরে প্রতি হালি ডিম কিনতে পারছে ক্রেতারা।