📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশ করল সিবিএসই। বুধবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের (সিবিএসই) তরফে জানানো হয়েছে, আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা শুরু হবে। চলবে আগামী ১৮ মার্চ পর্যন্ত। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষাও শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। আর আগামী ৪ এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে বলে কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে।