একের পর এক অবৈধ নির্মাণ! মোটা অঙ্কের জরিমানা আসানসোল পুরসভার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: অবৈধভাবে গড়ে উঠেছিল কারখানা। সেগুলির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল পুরসভা। প্রচুর অঙ্কের জরিমানা করা হল মালিকদের। জামুড়িয়া ও রানীগঞ্জের শিল্প তালুকে ১১টি কারখানা অবৈধভাবে গড়ে উঠেছিল বলে অভিযোগ। এই কারখানাগুলিকে ৫০০ কোটি টাকা জরিমানা করে নোটিশ পাঠিয়েছে আসানসোল পুরসভা। বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। তবে প্রশ্ন উঠেছে, টাকা দিলেই কি অবৈধ নির্মাণ বৈধ হয়ে যাবে!
পুরসভা সূত্রের খবর, সরকারি জমি দখল করে এই কারখানাগুলি বেআইনি নির্মাণ করা হয়েছিল। তাছাড়া বৈধ প্ল্যান ছিল না। এই ১১ টি কারখানার বিরুদ্ধে অভিযোগ পায় আসানসোল পুরসভা। সেই অভিযোগ পেয়েই আসানসোল পুরনিগম বিষয়টি খতিয়ে দেখে ৫০০ কোটি টাকারও বেশি জরিমানার নোটিশ জারি করে কারখানাগুলিকে। এই ঘটনায় কারখানার মালিকরা জরিমানা মুকুবের আবেদন জানিয়ে মেয়রের দ্বারস্থ হয়েছেন। জানা গিয়েছে, কারখানার মালিকরা মঙ্গলবার মেয়র বিধান উপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। তবে তাতে কোনও লাভ হয়নি। মেয়র সাফ জানিয়ে দিয়েছেন যেহেতু অবৈধ নির্মাণ তাই সেগুলি ভেঙে ফেলতে হবে অথবা জরিমানা দিতে হবে। আর এরজন্য ১৫ দিন সময়সীমা বেঁধে দিয়েছেন মেয়র।