কলকাতা থেকে হাওড়া, প্রশাসনিক পদে বড়সড় রদবদল


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: একাধিক বড় রদবদল হল রাজ্য পুলিশে। কলকাতা পুলিশের পাশাপাশি হাওড়া কমিশনারেটেও কিছু বদল হয়েছে বলে খবর। কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদ থেকে সরে গেলেন মুরলীধর শর্মা।কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার পদে ছিলেন তিনি। সেই সঙ্গেই অতিরিক্ত হিসাবে তিনি ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্বও সামলাচ্ছিলেন। এবার ব্যারাকপুর রাজ্য পুলিশ অ্যাকাডেমিতে গেলেন তিনি। এবার সেই পদে এলেন প্রণব কুমার। প্রণব কুমার আগে ব্যারাকপুর পুলিশ অ্যাকাডেমিতে ছিলেন। সেখান থেকে এবার তিনি গেলেন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনারের পদে। সেই সঙ্গেই মুরলীধর শর্মা যে ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধানের দায়িত্ব সামলাচ্ছিলেন সেটাও সামলাতে হবে এবার প্রণব কুমারকে।

error: Content is protected !!