ফের পুলিশকে ভর্ৎসনা হাইকোর্টের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুলিশের ভূমিকা নিয়ে একাধিক মহলে প্রশ্ন উঠেছে৷ রাজ্যপাল সিভি আনন্দ বোস কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। কলকাতা হাইকোর্টেও একাধিক মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই কলকাতা হাইকোর্টেই ভর্ৎসনা। সরকারি কৌঁসুলিকে একাধিক প্রশ্নের সামনে দাঁড় করালেন বিচারপতি।বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলার শুনানি চলছিল। সেই মামলাতেই রীতিমতো পুলিশের ভূমিকা নিয়ে মেজাজ হারান বিচারপতি। ” আপনি এই রিপোর্ট দেখে সন্তুষ্ট?” সরকারি কৌঁসুলিকে প্রশ্ন আদালতের।
” আপনার মনে হয়, এই পুলিশ অফিসারদের থানায় থাকার যোগ্যতা রয়েছে? কীভাবে ফৌজদারি মামলার তদন্ত করতে হয়? সেটা এরা জানে বলে মনে হচ্ছে আপনার? অভিযোগ যা আছে সেই অনুযায়ী তদন্ত কোথায়! এই অফিসারদের আইনের জ্ঞান কতটা? কমিশনারের জানা দরকার তিনি কাদের নিয়ে কাজ করছেন।” বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আক্রমণাত্মক মন্তব্য।বিচারপতির খোঁচা, ” সাদা পোশাক পরলেই কলকাতা পুলিশ হওয়া যায় না।” তিনি আরও বলেন, ” এই শেষ সুযোগ পুলিশকে। এরপর যদি এমন ত্রুটি দেখা যায়, তাহলে পুলিশ অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিতে বাধ্য হব।” বিচারপতির আরও মন্তব্য, ” নিউটাউন আর রাজারহাট থানা নিয়ে একই সমস্যা। আপনারা বাইরে থেকে বিনিয়োগকারী আহ্বান করছেন। সেখানে আইনশৃঙ্খলা ঠিকঠাক করা আপনাদের দায়িত্ব। সেটা সঠিক ভাবে না করলে..।”
রাজারহাটে জমি দখল নিয়ে পুলিশে অভিযোগ হয়। অভিযোগকারী জমির মালিকের বাড়িতেই ফের হামলা হয়।মামলাকারীর বাড়িতে হামলার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা। সেই তদন্তের প্রাথমিক রিপোর্ট দিয়েছে পুলিশ। সেখানে পুলিশ জানিয়েছে, ওই দিন ১২ জন এসেছিল হামলা করতে। সেই অভিযোগ সঠিক। কিন্তু সেই অভিযোগ নিয়ে তদন্ত এগোতে পুলিশ নিম্ন আদালতের অনুমতি চেয়েছে।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মতে, এটাই বেআইনি। যেখানে পুলিশ আদালতগ্রাহ্য অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে। সেখানে নিম্ন আদালতের অনুমতির কোনও প্রয়োজন নেই। এই আইন যদি না জানে পুলিশ! তাহলে কীভাবে নাগরিকরা বিচার পাবেন?

error: Content is protected !!