কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য, দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কসবা-কাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। দুর্গাপুজোর সময়ে তৈরি হয়েছিল তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ব্লু-প্রিন্ট। ব্লু-প্রিন্ট তৈরির জন্য বিহার থেকে লোক এনেছিল গুলজার। আগে বিহারের বেউর জেলে বন্দি ছিলেন ওই ব্যক্তি। বিহারের ওই ব্যক্তি, পাটনার এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় অভিযুক্ত। ওই বিহারের বাসিন্দাই গুলজারকে অস্ত্র জোগাড় ও লোক পাঠানোয় সাহায্য় করেছিল। জেরায় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা ধৃত গুলজারের, পুলিশ সূত্রে দাবি। ইকবাল নামে এখনও কারও হদিশ মেলেনি, পুলিশ সূত্রে খবর। পুলিশকে বিভ্রান্ত করতে ইকবালের নাম, অনুমান তদন্তকারীদের। বিহারের পাপ্পু গ্যাংয়ের সঙ্গে গুলজারের পরিচয় করিয়ে দেন বেউর জেলের এক আসামি। প্রায় ৩ মাস ধরে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার ছক, পুলিশ সূত্রে খবর।