📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: পুলিশ সূত্রে দাবি, সুশান্তকে খুনের সুপারি দেওয়া হয়েছিল বিহারের কুখ্য়াত দুষ্কৃতী পাপ্পু চৌধুরীর গ্য়াংকে। সেই মতো গ্য়াংয়ের চার সদস্য় কলকাতায় আসে। অপারেশনের আগে তাদের হাতে পৌঁছে যায় আগ্নেয়াস্ত্র। গ্য়াং মেম্বারদের নম্বর মোবাইলে অন্য় নামে সেভ করে, কোড ল্য়াঙ্গোয়েজে কথা বলত তারা। পাপ্পু চৌধুরী গ্য়াংয়ের সদস্য়দের একাধিক ক্রাইম রেকর্ড রয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। বিহার ছাড়াও ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, গুজরাত এবং বাংলা, এই ৫টি রাজ্যে ওই দুষকৃতীর নেটওয়ার্ক রয়েছে।