📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধের মাঝেই কিছু মাস আগেই মোদী গিয়েছিলেন দুই দেশেই। তিনি ফের রাশিয়া গিয়েছিলেন ব্রিকস সামিটে যোগ দিতে। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসছেন ভারতে। কিছুদিন আগেই পুতিন বলেছিলেন,‘বিশ্বের সুপারপাওয়ারদের মধ্যে ভারতের থাকা উচিত।’ ভারত ও প্রধানমন্ত্রী মোদীর সেই ভূয়সী প্রশংসার পর এবার খোদ রুশ প্রেসিডেন্ট ভারতে পা রাখতে চলেছেন।ইউক্রেন যুদ্ধের মাঝে ক্রেমলিনের তরফে রুশ প্রেসিডেন্টের এই ভারত সফরের ঘোষণা আন্তর্জাতিক কূটনীতিতে বেশ তাৎপর্য বলে মনে করা হচ্ছে। ভারতে পুতিন ঠিক কবে নাগাদ আসছেন, তা এখনও স্পষ্ট হয়নি। তবে তারিখ খুব শিগগিরি জানানো হবে বলে মনে করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন,’আমরা সফরের জন্য উন্মুখ। তারিখগুলি শীঘ্রই পারস্পরিকভাবে কাজ করা হবে।’ শেষবার রাশিয়ার কাজানে পুতিনের সঙ্গে মোদীর দেখা হয়েছিল ব্রিকস সম্মেলনের মাঝে। সেই সময়ও ফের একবার পুতিনকে নিমন্ত্রণ করেন ভারতে আসার জন্য। শেষবারের সাক্ষাতে প্রধানমন্ত্রী মোদী ইউক্রেন যুদ্ধের সমাপ্তির আহ্বান জানিয়ে, শান্তি স্থাপনে সমস্ত সহযোগিতার বার্তা দেন।
ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
