‘আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে’, আর জি কর মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের


📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ‘আর জি করকাণ্ডে বৃহত্তর ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে’। ‘৫টি DVR ও ৫টি HARD DISC পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’। ‘সঞ্জয়ের বিরুদ্ধে কিছু তথ্যপ্রমাণ ছিল, চার্জশিটে সেগুলিই দেওয়া হয়েছে’। আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের মামলায় আদালতে সওয়াল সিবিআইয়ের। আদালতে জামিনের আবেদন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীর। ‘ধর্ষণ-খুন নয়, তথ্য নষ্টের সম্ভাবনায় গ্রেফতার’। ‘৬৫ দিন অতিক্রান্ত, চার্জশিটে অভিজিৎ মণ্ডলের নাম নেই’। ‘সিবিআই বলছে বৃহত্তর ষড়যন্ত্র হয়ে থাকতে পারে, নাও হতে পারে’। আদালতে পাল্টা সওয়াল টালা থানার প্রাক্তন ওসির আইনজীবীর। জামিনের আবেদন আর জি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের। ‘তদন্ত করছে সিবিআই, আলাদা এফআইআর হলে জামিনযোগ্য হত, কিন্তু একটিই এফআইআর হয়েছে’, মন্তব্য বিচারকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *